দই চাই গো, দই চাই
দই চাই গো, দই চাই, দই চাই গো?
শ্যামলী আমার গাই,
তুলনা তাহার নাই।
কঙ্কনানদীর ধারে
ভোরবেলা নিয়ে যাই তারে--
দূর্বাদলঘন মাঠে তারে
সারা বেলা চরাই, চরাই গো।
দেহখানি তার চিক্কণ কালো,
যত দেখি তত লাগে ভালো।
কাছে বসে যাই ব'কে,
উত্তর দেয় সে চোখে,
পিঠে মোর রাখে মাথা--
গায়ে তার হাত বুলাই, হাত বুলাই গো॥
রাগ : ইমন-কীর্তন
তাল : কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ) : 1344
রচনাকাল (খৃষ্টাব্দ) : 1938
রচনাস্থান :
স্বরলিপিকার: 1938