**অজানা**

ফুল বলে

ফুল বলে, ধন্য আমি মাটির 'পরে,
    দেবতা ওগো, তোমার সেবা আমার ঘরে॥
জন্ম নিয়েছি ধূলিতে,    দয়া করে দাও ভুলিতে,
        নাই ধূলি মোর অন্তরে।
    নয়ন তোমার নত করো,
        দলগুলি কাঁপে থরো থরো।
চরণপরশ দিয়ো দিয়ো,    ধূলির ধনকে করো স্বর্গীয়--
    ধরার প্রণাম আমি    তোমার তরে॥

রাগ : ইমনকল্যাণ

তাল : কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ) : 1340

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1933

রচনাস্থান :

স্বরলিপিকার: 1933

**অজানা** - অন্যান্য নিবেদন