**অজানা**

আমি ফুল তুলিতে

আমি ফুল তুলিতে এলেম বনে--
    জানি নে, আমার    কী ছিল মনে।
        এ তো ফুল তোলা নয়,    বুঝি নে কী মনে হয়,
            জল ভরে যায় দু নয়নে॥

রাগ : মূলতান-ভীমপলশ্রী

তাল : কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ) : ভাদ্র, ১৩৪০

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1933

রচনাস্থান :

স্বরলিপিকার: 1933

**অজানা** - অন্যান্য নিবেদন