**অজানা**

আমার সকল নিয়ে

আমার    সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়।
আমি    তার লাগি পথ চেয়ে আছি পথে যে জন ভাসায়॥
যে জন    দেয় না দেখা যায় যে দেখে ভালোবাসে আড়াল থেকে,
আমার    মন মজেছে সেই গভীরের গোপন ভালোবাসায়॥

রাগ : খাম্বাজ

তাল : দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ) : 1317

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1910

রচনাস্থান :

স্বরলিপিকার: 1910

**অজানা** - অন্যান্য নিবেদন