**অজানা**

আমার মুক্তি আলোয় আলোয়

আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে,
          আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে ॥
দেহমনের সুদূর পারে    হারিয়ে ফেলি আপনারে,
          গানের সুরে আমার মুক্তি ঊর্ধ্বে ভাসে ॥
          আমার মুক্তি সর্বজনের মনের মাঝে,
          দুঃখবিপদ-তুচ্ছ-করা কঠিন কাজে।
বিশ্বধাতার যজ্ঞশালা আত্মহোমের বহ্নি জ্বালা--
          জীবন যেন দিই আহুতি মুক্তি-আশে।

রাগ : মিশ্র কেদারা

তাল : তেওরা

রচনাকাল (বঙ্গাব্দ) : ২ আশ্বিন, ১৩৩৩

রচনাকাল (খৃষ্টাব্দ) : ১৯ সেপ্টেম্বর, ১৯২৬

রচনাস্থান : ন্যুর্নবর্গ, জার্মানী

স্বরলিপিকার: ১৯ সেপ্টেম্বর, ১৯২৬

**অজানা** - অন্যান্য নিবেদন