**অজানা**

দেবাধিদেব মহাদেব

দেবাধিদেব মহাদেব!
অসীম সম্পদ, অসীম মহিমা ॥
মহাসভা তব অনন্ত আকাশে।
কোটি কণ্ঠ গাহে জয় জয় জয় হে ॥

রাগ : দেবগিরি বিলাবল

তাল : সুরফাঁকতাল

রচনাকাল (বঙ্গাব্দ) : 1293

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1887

রচনাস্থান :

স্বরলিপিকার: 1887

**অজানা** - অন্যান্য নিবেদন