গানের ডালি ভরে
গানের ডালি ভরে দে গো উষার কোলে--
আয় গো তোরা, আয় গো তোরা, আয় গো চলে ॥
চাঁপার কলি চাঁপার গাছে সুরের আশায় চেয়ে আছে,
কান পেতেছে নতুন পাতা গাইবি ব'লে ॥
কমলবরণ গগন-মাঝে
কমলচরণ ওই বিরাজে
ওইখানে তোর সুর ভেসে যাক, নবীন প্রাণের ওই দেশে যাক,
ওই যেখানে সোনার আলোর দুয়ার খোলে ॥
রাগ : রামকেলী
তাল : কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ) : 1337
রচনাকাল (খৃষ্টাব্দ) : 1931
রচনাস্থান :
স্বরলিপিকার: 1931