**অজানা**

আমি কেমন করিয়া

আমি    কেমন করিয়া জানাব আমার জুড়ালো হৃদয় জুড়ালো--
                   আমার   জুড়ালো হৃদয় প্রভাতে।
আমি    কেমন করিয়া জানাব আমার পরান কী নিধি কুড়ালো--
                   ডুবিয়া   নিবিড় গভীর শোভাতে ॥
আজ    গিয়েছি সবার মাঝারে, সেথায় দেখেছি আলোক-আসনে--
                   দেখেছি   আমার হৃদয়রাজারে।
আমি    দুয়েকটি কথা কয়েছি তা সনে সে নীরব সভা-মাঝারে--
                   দেখেছি   চিরজনমের রাজারে ॥
এই      বাতাস আমারে হৃদয়ে লয়েছে, আলোক আমার তনুতে
                   কেমনে মিলে গেছে মোর তনুতে--
তাই    এ গগন-ভরা প্রভাত পশিল আমার অণুতে অণুতে।
আজ    ত্রিভুবন-জোড়া কাহার বক্ষে দেহ মন মোর ফুরালো--
                   যেন রে   নিঃশেষে আজি ফুরালো।
আজ    যেখানে যা হেরি সকলেরই মাঝে জুড়ালো জীবন জুড়ালো--
                   আমার     আদি ও অন্ত জুড়ালো ॥

রাগ : আশাবরী-ভৈরবী

তাল : একতাল

রচনাকাল (বঙ্গাব্দ) : ২৩ মাঘ, ১৩১২

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1906

রচনাস্থান : শিলাইদহ

স্বরলিপিকার: 1906

**অজানা** - অন্যান্য নিবেদন