**অজানা**

আকাশতলে দলে দলে

আকাশতলে দলে দলে মেঘ যে ডেকে যায়
          'আ য়   আ য়   আ য়'॥
জামের বনে আমের বনে রব উঠেছে তাই--
          'যা ই   যা ই   যা ই।
উড়ে যাওয়ার সাধ জাগে তার পুলক-ভরা ডালে
          পাতায় পাতায়॥
নদীর ধারে বারে বারে মেঘ যে ডেকে যায়--
          'আ য়   আ য়   আ য়'।
কাশের বনে ক্ষণে ক্ষণে রব উঠেছে তাই--
          'যা ই   যা ই   যা ই'।
মেঘের গানে তরীগুলি তান মিলিয়ে চলে
          পাল-তোলা পাখায়॥

রাগ : কেদারা

তাল : দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ) : ২৪ আষাঢ়, ১৩৩০

রচনাকাল (খৃষ্টাব্দ) : ৯ জুলাই, ১৯২৩

রচনাস্থান : শান্তিনিকেতন

স্বরলিপিকার: ৯ জুলাই, ১৯২৩

**অজানা** - অন্যান্য নিবেদন