**অজানা**

স্বরূপ তাঁর কে জানে

               স্বরূপ তাঁর কে জানে, তিনি অনন্ত মঙ্গল–
               অযুত জগত মগন সেই মহাসমুদ্রে।। 
               তিনি নিজ অনুপম মহিমামাঝে নিলীন–
               সন্ধান তাঁর কে করে, নিষ্ফল বেদ বেদান্ত।
               পরব্রহ্ম, পরিপূর্ণ, অতি মহান–
               তিনি আদিকারণ, তিনি বর্ণন-অতীত।।

রাগ : কেদারা

তাল : সুরফাঁকতাল

রচনাকাল (বঙ্গাব্দ) : 1293

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1887

রচনাস্থান :

স্বরলিপিকার: 1887

**অজানা** - অন্যান্য নিবেদন