**অজানা**

কোথাও আমার হারিয়ে যাওয়ার

         কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা    মনে মনে!
          মেলে দিলেম গানের সুরের এই ডানা    মনে মনে।
                তেপান্তরের পাথার পেরোই রূপ-কথার,
                পথ ভুলে যাই দূর পারে সেই চুপ্‌-কথার–
          পারুলবনের চম্পারে মোর হয় জানা    মনে মনে।।
          সূর্য যখন অস্তে পড়ে ঢুলি   মেঘে মেঘে আকাশ-কুসুম তুলি।
                সাত সাগরের ফেনায় ফেনায় মিশে
                আমি     যাই ভেসে দূর দিশে–
          পরীর দেশের বন্ধ দুয়ার দিই হানা   মনে মনে।।

রাগ : কীর্তন

তাল : দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ) : 1346

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1939

রচনাস্থান :

স্বরলিপিকার: 1939

**অজানা** - অন্যান্য নিবেদন