অশোকতরু বন্দ্যোপাধ্যায়

ফিরে ফিরে আমায়

ফিরে   ফিরে আমায় মিছে ডাকো স্বামী--
সময় হল বিদায় নেব আমি॥
অপমানে যার সাজায় চিতা
সে যে   বাহির হয়ে এল অগ্নিজিতা।
রাজাসনের কঠিন অসম্মানে
ধরা দিবে না সে যে মুক্তিকামী॥
আমায়   মাটি নেবে আঁচল পেতে
বিশ্বজনের চোখের আড়ালেতে,
তুমি থাকো সোনার সীতার অনুগামী॥

রাগ : কালাংড়া

তাল : দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ) : ভাদ্র, ১৩৩৬

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1929

রচনাস্থান : শান্তিনিকেতন

স্বরলিপিকার: 1929

অশোকতরু বন্দ্যোপাধ্যায় - অন্যান্য নিবেদন