কমলিনী মুখোপাধ্যায়

দোলে দোলে দোলে

দোলে   দোলে   দোলে প্রেমের দোলন-চাঁপা হৃদয়-আকাশে,
দোল-ফাগুনের চাঁদের আলোর সুধায় মাখা সে॥
     কৃষ্ণরাতের অন্ধকারে   বচনহারা ধ্যানের পারে
          কোন্‌ স্বপনের পর্ণপুটে ছিল ঢাকা সে॥
দখিন-হাওয়ায় ছড়িয়ে গেল গোপন-রেণুকা।
গন্ধে তারি ছন্দে মাতে কবির বেণুকা।
          কোমল প্রাণের পাতে পাতে   লাগল যে রঙ পূর্ণিমাতে
              আমার গানের সুরে সুরে রইল আঁকা সে॥

রাগ : পরজ-বসন্ত

তাল : দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ) : ১৫ ফাল্গুন, ১৩৩২

রচনাকাল (খৃষ্টাব্দ) : ২৭ ফেব্রুয়ারি, ১৯২৬

রচনাস্থান : আগরতলা

স্বরলিপিকার: ২৭ ফেব্রুয়ারি, ১৯২৬

কমলিনী মুখোপাধ্যায় - অন্যান্য নিবেদন