আনন্দময়ী মজুমদার

তিমিরময় নিবিড় নিশা

তিমিরময় নিবিড় নিশা   নাহি রে নাহি দিশা--
একেলা ঘনঘোর পথে,   পান্থ, কোথা যাও॥
বিপদ দুখ নাহি জানো,   বাধা কিছু না মানো,
অন্ধকার হতেছ পার-- কাহার সাড়া পাও॥
দীপ হৃদয়ে জ্বলে,   নিবে না সে বায়ুবলে--
মহানন্দে নিরন্তর   একি গান গাও।
সমুখে অভয় তব,   পশ্চাতে অভয়রব--
অন্তরে বাহিরে   কাহার মুখে চাও॥

রাগ : মেঘ

তাল : ঝাঁপতাল

রচনাকাল (বঙ্গাব্দ) : 1316

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1910

রচনাস্থান :

স্বরলিপিকার: 1910

আনন্দময়ী মজুমদার - অন্যান্য নিবেদন