জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ
তোমার মোহন রূপে
তোমার মোহন রূপে কে রয় ভুলে।
জানি না কি মরণ নাচে, নাচে গো ওই চরণমূলে॥
শরৎ-আলোর আঁচল টুটে কিসের ঝলক নেচে উঠে,
ঝড় এনেছ এলোচুলে॥
কাঁপন ধরে বাতাসেতে--
পাকা ধানের তরাস লাগে, শিউরে ওঠে ভরা ক্ষেতে।
জানি গো আজ হাহারবে তোমার পূজা সারা হবে
নিখিল অশ্রু-সাগর কূলে॥
রাগ : ভৈরবী-বাউল
তাল : দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ) : ১১ ভাদ্র, ১৩২১
রচনাকাল (খৃষ্টাব্দ) : ২৮ অগাস্ট, ১৯১৪
রচনাস্থান : সুরুল
স্বরলিপিকার: ২৮ অগাস্ট, ১৯১৪