কানন দেবী

তোমায় সাজাব যতনে

তোমায় সাজাব যতনে কুসুমে রতনে
কেয়ূরে কঙ্কণে কুঙ্কুমে চন্দনে।।
কুন্তলে বেষ্টিব স্বর্ণজালিকা, কণ্ঠে দোলাইব মুক্তামালিকা,
সীমন্তে সিন্দুর অরুণ বিন্দুর– চরণ রঞ্জিব অলক্ত-অঙ্কনে।।
সখীরে সাজাব সখার প্রেমে অলক্ষ্য প্রাণের অমূল্য হেমে।
সাজাব সকরুণ বিরহবেদনায়, সাজাব অক্ষয় মিলনসাধনায়–
মধুর লজ্জা রচিব সজ্জা যুগল প্রাণের বাণীর বন্ধনে।।

রাগ : কালাংড়া

তাল : কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ) : অগ্রহায়ণ, ১৩৪০

রচনাকাল (খৃষ্টাব্দ) : নভেম্বর, ১৯৩৩

রচনাস্থান :

স্বরলিপিকার: নভেম্বর, ১৯৩৩

কানন দেবী - অন্যান্য নিবেদন