বিক্রম সিং

সব দিবি কে

সব দিবি কে সব দিবি পায়,    আয় আয় আয়।
ডাক পড়েছে ওই শোনা যায়,    আয় আয় আয়॥
    আসবে যে সে স্বর্ণরথে--  জাগবি কারা রিক্ত পথে
    পৌষ-রজনী তাহার আশায়, আয় আয় আয়॥
ক্ষণেক কেবল তাহার খেলা,    হায় হায় হায়।
তার পরে তার যাবার বেলা,    হায় হায় হায়।
    চলে গেলে জাগবি যবে    ধনরতন বোঝা হবে,  
    বহন করা হবে-যে দায়,    আয় আয় আয়॥

রাগ : ঝিঁঝিট-বাউল

তাল : কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ) : ২৭ মাঘ, ১৩২৯

রচনাকাল (খৃষ্টাব্দ) : ১০ ফেব্রুয়ারি, ১৯২৩

রচনাস্থান : শান্তিনিকেতন

স্বরলিপিকার: ১০ ফেব্রুয়ারি, ১৯২৩

বিক্রম সিং - অন্যান্য নিবেদন