চঞ্চল খান

বনে এমন ফুল

বনে এমন ফুল ফুটেছে,
মান ক'রে থাকা আজ কি সাজে।
মান অভিমান ভাসিয়ে দিয়ে
চলো চলো কুঞ্জমাঝে॥
আজ   কোকিলে গেয়েছে কুহু   মুহুর্‌মুহু,
কাননে ওই বাঁশি বাজে।
মান ক'রে থাকা আজ কি সাজে॥
আজ   মধুরে মিশাবি মধু,   পরানবঁধু
চাঁদের আলোয় ওই বিরাজে।
মান ক'রে থাকা আজ কি সাজে॥

রাগ : খাম্বাজ

তাল : দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ) : 1290

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1883

রচনাস্থান :

স্বরলিপিকার: 1883

চঞ্চল খান - অন্যান্য নিবেদন