আশিস ভট্টাচার্য্য

ধনে জনে আছি

ধনে জনে আছি জড়ায়ে হায়,
তবু জান, মন তোমারে চায়।
অন্তরে আছ হে অন্তর্যামী,
আমা চেয়ে আমায় জানিছ স্বামী--
সব সুখে দুখে ভুলে থাকায়
    জান, মম মন তোমারে চায়।
ছাড়িতে পারি নি অহংকারে,
ঘুরে মরি শিরে বহিয়া তারে,
ছাড়িতে পারিলে বাঁচি যে হায়--
    তুমি জান, মন তোমারে চায়।
যা আছে আমার সকলি কবে
নিজ হাতে তুমি তুলিয়া লবে।
সব ছেড়ে সব পাব তোমায়,
    মনে মনে মন তোমারে চায়।

রাগ : সাহানা

তাল : একতাল

রচনাকাল (বঙ্গাব্দ) : ১৫ ভাদ্র, ১৩১৬

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1909

রচনাস্থান : বোলপুর

স্বরলিপিকার: 1909

আশিস ভট্টাচার্য্য - অন্যান্য নিবেদন