আশিস ভট্টাচার্য্য

কেহ কারো মন

কেহ কারো মন বুঝে না,   কাছে এসে সরে যায়।
সোহাগের হাসিটি কেন   চোখের জলে মরে যায়॥
     বাতাস যখন কেঁদে গেল   প্রাণ খুলে ফুল ফুটিল না,
     সাঁঝের বেলা একাকিনী   কেন রে ফুল ঝরে যায়॥
মুখের পানে চেয়ে দেখো,   আঁখিতে মিলাও আঁখি--
মধুর প্রাণের কথা   প্রাণেতে রেখো না ঢাকি।
     এ রজনী রহিবে না,   আর কথা হইবে না--
     প্রভাতে রহিবে শুধু   হৃদয়ের হায়-হায়॥

রাগ : কাফি-সিন্ধু

তাল : আড়াঠেকা

রচনাকাল (বঙ্গাব্দ) : 1290

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1884

রচনাস্থান :

স্বরলিপিকার: 1884

আশিস ভট্টাচার্য্য - অন্যান্য নিবেদন