সোনালী মুখোপাধ্যায়

দিনশেষের রাঙা মুকুল

দিনশেষের রাঙা মুকুল জাগল চিতে।
     সঙ্গোপনে ফুটবে প্রেমের মঞ্জরীতে॥
          মন্দবায়ে অন্ধকারে   দুলবে তোমার পথের ধারে,
              গন্ধ তাহার লাগবে তোমার আগমনীতে--
                   ফুটবে যখন মুকুল প্রেমের মঞ্জরীতে--
রাত যেন না বৃথা কাটে প্রিয়তম হে--
     এসো এসো প্রাণে মম, গানে মম হে।
          এসো নিবিড় মিলনক্ষণে    রজনীগন্ধার কাননে,
              স্বপন হয়ে এসো আমার নিশীথিনীতে--
                   ফুটবে যখন মুকুল প্রেমের মঞ্জরীতে॥

রাগ : পূরবী

তাল : কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ) : ফাল্গুন, ১৩৩০

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1924

রচনাস্থান :

স্বরলিপিকার: 1924

সোনালী মুখোপাধ্যায় - অন্যান্য নিবেদন