ইন্দ্রাণী সেন

রোদনভরা এ বসন্ত

রোদনভরা এ বসন্ত    সখী    কখনো আসে নি বুঝি আগে।
মোর    বিরহবেদনা রাঙালো কিংশুকরক্তিমরাগে॥
     কুঞ্জদ্বারে বনমল্লিকা    সেজেছে পরিয়া নব পত্রালিকা,
     সারা দিন-রজনী অনিমিখা    কার পথ চেয়ে জাগে॥
দক্ষিণসমীরে দূর গগনে    একেলা বিরহী গাহে বুঝি গো।
কুঞ্জবনে মোর মুকুল যত    আবরণবন্ধন ছিঁড়িতে চাহে।
     আমি এ প্রাণের রুদ্ধ দ্বারে    ব্যাকুল কর হানি বারে বারে--
     দেওয়া হল না যে আপনারে    এই ব্যথা মনে লাগে॥

রাগ : মিশ্র বেহাগ-কীর্তন

তাল : কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ) : ১৫ মাঘ, ১৩৪২

রচনাকাল (খৃষ্টাব্দ) : ২৯ জানুয়ারি, ১৯৩৬

রচনাস্থান : শান্তিনিকেতন

স্বরলিপিকার: ২৯ জানুয়ারি, ১৯৩৬

ইন্দ্রাণী সেন - অন্যান্য নিবেদন