সুদেষ্ণা সান্যাল রুদ্র

সময় কারো যে

সময় কারো যে নাই, ওরা চলে দলে দলে--
     গান হায় ডুবে যায় কোন্‌ কোলাহলে॥
          পাষাণে রচিছে কত কীর্তি ওরা সবে   বিপুল গরবে,
          যায় আর বাঁশি-পানে চায় হাসিছলে॥
বিশ্বের কাজের মাঝে জানি আমি জানি
     তুমি শোন মোর গানখানি।
          আঁধার মথন করি যবে লও তুলি    গ্রহতারাগুলি
              শোন যে নীরবে তব নীলাম্বরতলে॥

রাগ : কাফি-কানাড়া

তাল : দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ) : ১২ অগ্রহায়ণ, ১৩২৮

রচনাকাল (খৃষ্টাব্দ) : ২৪ নভেম্বর, ১৯২১

রচনাস্থান : শান্তিনিকেতন

স্বরলিপিকার: ২৪ নভেম্বর, ১৯২১

সুদেষ্ণা সান্যাল রুদ্র - অন্যান্য নিবেদন