নেহারো লো সহচরী
নেহার' লো সহচরি,
কানন আঁধার করি,
ওই দেখ বিভাবরী আসিছে।
দিগন্ত ছাইয়া
শ্যাম মেঘরাশি থরে থরে ভাসিছে।
আয়, সখি, এই বেলা
মাধবী মালতী বেলা
রাশি রাশি ফুটাইয়ে কানন করি আলা।
ওই দেখ নলিনী উথলিত সরসে।
অফুট-মুকুল-মুখী মৃদু মৃদু হাসিছে।
আসিবে ঋষিকুমার কুসুমচয়নে,
ফুটায়ে রাখিয়া দিব তারি তরে সযতনে।
নিচু নিচু শাখাতে ফোটে যেন ফুলগুলি,
কচি হাত বাড়াইয়ে পায় যেন কাছে!
রাগ : ছায়ানট
তাল : ত্রিতাল
রচনাকাল (বঙ্গাব্দ) : 1289
রচনাকাল (খৃষ্টাব্দ) : 1882
রচনাস্থান :
স্বরলিপিকার: 1882