**সমবেত**

মরণসাগরপারে

     মরণসাগরপারে তোমরা অমর,
              তোমাদের স্মরি।
     নিখিলে রচিয়া গেলে আপনারই ঘর,
              তোমাদের স্মরি ॥
সংসারে জ্বেলে গেলে যে নব আলোক
     জয় হোক, জয় হোক, তারি জয় হোক--
              তোমাদের স্মরি ॥
          বন্দীরে দিয়ে গেছ মুক্তির সুধা,
              তোমাদের স্মরি।
          সত্যের বরমালে সাজালে বসুধা,
              তোমাদের স্মরি।
রেখে গেলে বাণী সে যে অভয় অশোক,
     জয় হোক, জয় হোক, তারি জয় হোক--
              তোমাদের স্মরি ॥

রাগ : বিভাস-কীর্তন

তাল : কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ) : জ্যৈষ্ঠ, ১৩৩৩

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1926

রচনাস্থান :

স্বরলিপিকার: 1926

**সমবেত** - অন্যান্য নিবেদন