এসো এসো পুরুষোত্তম
এসো এসো পুরুষোত্তম, এসো এসো বীর মম।
তোমার পথ চেয়ে আছে প্রদীপ জ্বালা॥
আজি পরিবে বীরাঙ্গনার হাতে দৃপ্ত ললাটে, সখা,
বীরের বরণমালা।
ছিন্ন ক'রে দিবে সে তার শক্তির অভিমান,
তোমার চরণে করিবে দান আত্মনিবেদনের ডালা--
চরণে করিবে দান।
আজপরাবে বীরাঙ্গনা তোমার দৃপ্ত ললাটে সখা,
বীরের বরণমালা॥
রাগ : কীর্তন
তাল : কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ) : ফাল্গুন, ১৩৪২
রচনাকাল (খৃষ্টাব্দ) : ফেব্রুয়ারি, ১৯৩৬
রচনাস্থান : শান্তিনিকেতন
স্বরলিপিকার: ফেব্রুয়ারি, ১৯৩৬