নব বসন্তের দানের ডালি
নব বসন্তের দানের ডালি এনেছি তোদেরি দ্বারে,
আয় আয় আয়,
পরিবি গলার হারে।
লতার বাঁধন হারায়ে মাধবী মরিছে কেঁদে--
বেণীর বাঁধনে রাখিবি বেঁধে,
অলকদোলায় দুলাবি তারে,
আয় আয় আয়।
বনমাধুরী করিবি চুরি
আপন নবীন মাধুরীতে--
সোহিনী রাগিণী জাগাবে সে তোদের
দেহের বীণার তারে তারে,
আয় আয় আয়॥
রাগ : কালাংড়া
তাল : ষষ্ঠী
রচনাকাল (বঙ্গাব্দ) : 1344
রচনাকাল (খৃষ্টাব্দ) : 1938
রচনাস্থান :
স্বরলিপিকার: 1938