**সমবেত**

অনেক দিনের শূন্যতা মোর

অনেক দিনের শূন্যতা মোর ভরতে হবে
মৌনবীণার তন্ত্র আমার জাগাও সুধারবে ॥
          বসন্তসমীরে তোমার ফুল-ফুটানো বাণী
                   দিক পরানে আনি--
          ডাকো তোমার নিখিল-উৎসবে ॥
                   মিলনশতদলে
তোমার প্রেমের অরূপ মূর্তি দেখাও ভুবনতলে।
সবার সাথে মিলাও আমায়, ভুলাও অহঙ্কার,
                             খুলাও রুদ্ধদ্বার
                   পূর্ণ করো প্রণতিগৌরবে ॥

রাগ : হাম্বীর

তাল : তেওরা

রচনাকাল (বঙ্গাব্দ) : 1334

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1928

রচনাস্থান :

স্বরলিপিকার: 1928

**সমবেত** - অন্যান্য নিবেদন