**সমবেত**

শুভ কর্মপথে ধর

শুভ     কর্মপথে ধর' নির্ভয় গান।
সব      দুর্বল সংশয় হোক অবসান।
চির-    শক্তির নির্ঝর নিত্য ঝরে
লহ'          সে অভিষেক ললাট'পরে।
তব     জাগ্রত নির্মল নূতন প্রাণ
ত্যাগব্রতে নিক দীক্ষা,
বিঘ্ন হতে নিক শিক্ষা--
নিষ্ঠুর সঙ্কট দিক সম্মান।
দুঃখই হোক তব বিত্ত মহান।
চল' যাত্রী, চল' দিনরাত্রি--
কর' অমৃতলোকপথ অনুসন্ধান।
জড়তাতামস হও উত্তীর্ণ,
ক্লান্তিজাল কর' দীর্ণ বিদীর্ণ--
দিন-অন্তে অপরাজিত চিত্তে
মৃত্যুতরণ তীর্থে কর' স্নান ॥

রাগ : মিশ্র মল্লার

তাল : কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ) : ১০ মাঘ, ১৩৪৩

রচনাকাল (খৃষ্টাব্দ) : ২৪ জানুয়ারি, ১৯৩৭

রচনাস্থান :

স্বরলিপিকার: ২৪ জানুয়ারি, ১৯৩৭

**সমবেত** - অন্যান্য নিবেদন