তৃষ্ণার শান্তি সুন্দরকান্তি
তৃষ্ণার শান্তি সুন্দরকান্তি
তুমি এসো বিরহের সন্তাপ-ভঞ্জন।
দোলা দাও বক্ষে,
এঁকে দাও চক্ষে
স্বপনের তুলি দিয়ে মাধুরীর অঞ্জন।
এনে দাও চিত্তে
রক্তের নৃত্যে
বকুলনিকুঞ্জের মধুকরগুঞ্জন।
উদ্বেল উতরোল
যমুনার কল্লোল,
কম্পিত বেণুবনে মলয়ের চুম্বন।
আনো নব পল্লবে
নর্তন উল্লোল,
অশোকের শাখা ঘেরী বল্লরীবন্ধন॥
রাগ : বেহাগ
তাল : কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ) : ফাল্গুন ১৩৪২
রচনাকাল (খৃষ্টাব্দ) : ফেব্রুয়ারি, ১৯৩৬
রচনাস্থান : শান্তিনিকেতন
স্বরলিপিকার: ফেব্রুয়ারি, ১৯৩৬