**সমবেত**

যে ধ্রুবপদ দিয়েছ বাঁধি

          যে ধ্রুবপদ দিয়েছ বাঁধি বিশ্বতানে
          মিলাব তাই জীবনগানে ॥
গগনে তব বিমল নীল-- হৃদয়ে লব তাহারি মিল,
          শান্তিময়ী গভীর বাণী নীরব প্রাণে ॥
          বাজায় উষা নিশীথকুলে যে গীতভাষা
          সে ধ্বনি নিয়ে জাগিবে মোর নবীন আশা।
ফুলের মতো সহজ সুরে   প্রভাতে মম উঠিবে পূরে,
          সন্ধ্যা মম সে সুরে যেন মরিতে জানে ॥

রাগ : সাহানা

তাল : ঝম্পক

রচনাকাল (বঙ্গাব্দ) : ২ মাঘ, ১৩৩৩

রচনাকাল (খৃষ্টাব্দ) : ১৬ জানুয়ারি, ১৯২৭

রচনাস্থান :

স্বরলিপিকার: ১৬ জানুয়ারি, ১৯২৭

**সমবেত** - অন্যান্য নিবেদন