**সমবেত**

ভাঙো বাঁধ ভেঙে

ভাঙো  বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও।
          বন্দী প্রাণ মন হোক উধাও॥
          শুকনো গাঙে আসুক
          জীবনের বন্যার উদ্দাম কৌতুক--
          ভাঙনের জয়গান গাও।
          জীর্ণ পুরাতন যাক ভেসে যাক,
          যাক ভেসে যাক, যাক ভেসে যাক।
          আমরা শুনেছি ওই    মাভৈঃ মাভৈঃ মাভৈঃ
          কোন্‌ নূতনেরই ডাক।
          ভয় করি না অজানারে,
          রুদ্ধ তাহারি দ্বারে    দুর্দাড় বেগে ধাও॥

রাগ : ইমন

তাল : কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ) : 1345

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1939

রচনাস্থান :

স্বরলিপিকার: 1939

**সমবেত** - অন্যান্য নিবেদন