ইমন চক্রবর্তী

তুমি কোন্ কাননের

তুমি   কোন্‌ কাননের ফুল,   কোন্‌ গগনের তারা।
তোমায় কোথায় দেখেছি   যেন   কোন্‌ স্বপনের পারা ॥
কবে তুমি গেয়েছিলে,   আঁখির পানে চেয়েছিলে
                        ভুলে গিয়েছি।
শুধু   মনের মধ্যে জেগে আছে   ওই নয়নের তারা ॥
তুমি   কথা কোয়ো না,   তুমি   চেয়ে চলে যাও।
এই   চাঁদের আলোতে   তুমি   হেসে গ'লে যাও।
       আমি  ঘুমের ঘোরে চাঁদের পানে   চেয়ে থাকি মধুর প্রাণে,
            তোমার   আঁখির মতন দুটি তারা   ঢালুক কিরণধারা ॥

রাগ : মিশ্র পিলু-বারোয়াঁ

তাল : দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ) : 1293

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1886

রচনাস্থান :

স্বরলিপিকার: 1886

ইমন চক্রবর্তী - অন্যান্য নিবেদন