এরা সুখের লাগি চাহে প্রেম
এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না,
শুধু সুখ চলে যায়।
এমনি মায়ার ছলনা।
এরা ভুলে যায়, কারে ছেড়ে কারে চায়।
তাই কেঁদে কাটে নিশি, তাই দহে প্রাণ,
তাই মান অভিমান,
তাই এত হায় হায়।
প্রেমে সুখ দুখ ভুলে তবে সুখ পায়।
সখী চলো, গেল নিশি, স্বপন ফুরাল,
মিছে আর কেন বল।
শশী ঘুমের কুহক নিয়ে গেল অস্তাচল।
সখী চলো।
প্রেমের কাহিনী গান, হয়ে গেল অবসান।
এখন কেহ হাসে, কেহ বসে ফেলে অশ্রুজল।
রাগ : বিভাস-কীর্তন
তাল : দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ) : অগ্রহায়ণ, ১২৯৫
রচনাকাল (খৃষ্টাব্দ) : 1888
রচনাস্থান : কলকাতা, দার্জিলিং
স্বরলিপিকার: 1888