Sharad Protiti, Avik Deb, Adrina Jamilee, Nashroh Naziat

মন মোর মেঘের

মন মোর মেঘের সঙ্গী,
উড়ে চলে দিগ্‌দিগন্তের পানে
নিঃসীম শূন্যে শ্রাবণবর্ষণসঙ্গীতে
রিমিঝিম   রিমিঝিম   রিমিঝিম॥
          মন মোর হংসবলাকার পাখায় যায় উড়ে
          ক্বচিৎ ক্বচিৎ চকিত তড়িত-আলোকে।
          ঝঞ্জনমঞ্জীর বাজায় ঝঞ্ঝা রুদ্র আনন্দে।
          কলো-কলো কলমন্দ্রে নির্ঝরিণী
          ডাক দেয় প্রলয়-আহ্বানে॥
বায়ু বহে পূর্বসমুদ্র হতে
উচ্ছল ছলো-ছলো তটিনীতরঙ্গে।
          মন মোর ধায় তারি মত্ত প্রবাহে
          তাল-তমাল-অরণ্যে
          ক্ষুব্ধ শাখার আন্দোলনে॥

রাগ : মল্লার

তাল : কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ) : 1346

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1939

রচনাস্থান :

স্বরলিপিকার: 1939

Sharad Protiti, Avik Deb, Adrina Jamilee, Nashroh Naziat - অন্যান্য নিবেদন