শ্রীকান্ত আচার্য্য, শ্রীরাধা বন্দোপাধ্যায়
তুমি যেয়ো না
তুমি যেয়ো না এখনি।
এখনো আছে রজনী
পথ বিজন তিমিরসঘন,
কানন কণ্টকতরুগহন-- আঁধারা ধরণী।
বড়ো সাধে জ্বালিনু দীপ, গাঁথিনু মালা--
চিরদিনে, বঁধু, পাইনু হে তব দরশন।
আজি যাব অকূলের পারে,
ভাসাব প্রেমপারাবারে জীবনতরণী।
রাগ : ভৈরবী
তাল : ত্রিতাল
রচনাকাল (বঙ্গাব্দ) : ২৪ কার্তিক, ১৩০২
রচনাকাল (খৃষ্টাব্দ) : 1895
রচনাস্থান : জোড়াসাঁকো
স্বরলিপিকার: 1895