ঋতু গুহ

কেমনে ফিরিয়া যাও

কেমনে ফিরিয়া যাও না দেখি তাঁহারে!
          কেমনে জীবন কাটে চির-অন্ধকারে ॥
মহান জগতে থাকি       বিস্ময়বিহীন আঁখি,
          বারেক না দেখ তাঁরে এ বিশ্বমাঝারে ॥
যতনে জাগায়ে জ্যোতি ফিরে কোটি সূর্যলোক,
          তুমি কেন নিভায়েছ আত্মার আলোক?
তাঁহার আহ্বানরবে       আনন্দে চলিছে সবে,
          তুমি কেন বসে আছ ক্ষুদ্র এ সংসারে?।

রাগ : ভৈরবী

তাল : চৌতাল

রচনাকাল (বঙ্গাব্দ) : 1300

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1893

রচনাস্থান :

স্বরলিপিকার: 1893

ঋতু গুহ - অন্যান্য নিবেদন