দীনেন্দ্রনাথ ঠাকুর

আজি মর্মরধ্বনি কেন

          আজি মর্মরধ্বনি কেন    জাগিল রে!
     মম পল্লবে পল্লবে   হিল্লোলে হিল্লোলে
              থরথর কম্পন লাগিল রে ॥
     কোন্‌ ভিখারি হায় রে   এল আমারি এ অঙ্গনদ্বারে,
          বুঝি    সব মন ধন মম লাগিল রে ॥
          হৃদয় বুঝি তারে জানে,
          কুসুম ফোটায় তারি গানে।
আজি মম অন্তরমাঝে    সেই     পথিকেরই পদধ্বনি বাজে,
          তাই       চকিতে চকিতে ঘুম ভাঙিল রে ॥

রাগ : সাহানা

তাল : ত্রিতাল

রচনাকাল (বঙ্গাব্দ) : বৈশাখ, ১৩৩০

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1923

রচনাস্থান :

স্বরলিপিকার: 1923

দীনেন্দ্রনাথ ঠাকুর - অন্যান্য নিবেদন