মহাবিশ্বে মহাকাশে
মহাবিশ্বে মহাকাশে মহাকালমাঝে
আমি মানব কী লাগি একাকী ভ্রমি বিষ্ময়ে।
তুমি আছ বিশ্বেশ্বর সুরপতি অসীম রহস্যে
নীরবে একাকী তব আলয়ে।
আমি চাহি তোমা-পানে–
তুমি মোরে নিয়ত হেরিছ, নিমেষবিহীন নত নয়নে।।
রাগ : শুদ্ধ কল্যাণ
তাল : ত্রিতাল
রচনাকাল (বঙ্গাব্দ) : 1303
রচনাকাল (খৃষ্টাব্দ) : 1896
রচনাস্থান :
স্বরলিপিকার: 1896