দীপঙ্কর বসু

তুমি তো সেই যাবেই

তুমি তো সেই যাবেই চ'লে,     কিছু তো না রবে বাকি--
আমায় ব্যথা দিয়ে গেলে           জেগে রবে সেই কথা কি॥
        তুমি পথিক আপন-মনে
            এলে আমার কুসুমবনে,
চরণপাতে যা দাও দ'লে  সে-সব আমি দেব ঢাকি॥
বেলা যাবে আঁধার হবে, একা ব'সে হৃদয় ভ'রে
আমার বেদনখানি আমি রেখে দেব মধুর ক'রে।
        বিদায়-বাঁশির করুণ রবে
            সাঁঝের গগন মগন হবে,
চোখের জলে দুখের শোভা নবীন ক'রে দেব রাখি॥

রাগ : পূরবী

তাল : একতাল

রচনাকাল (বঙ্গাব্দ) : 1332

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1925

রচনাস্থান :

স্বরলিপিকার: 1925

দীপঙ্কর বসু - অন্যান্য নিবেদন