দীপঙ্কর বসু

এসো আমার ঘরে

              এসো আমার ঘরে।
          বাহির হয়ে এসো তুমি যে আছ অন্তরে॥
          স্বপনদুয়ার খুলে এসো অরুণ-আলোকে
              মুগ্ধ এ চোখে।
ক্ষণকালের আভাস হতে চিরকালের তরে   এসো আমার ঘরে॥
     দুঃখসুখের দোলে এসো,    প্রাণের হিল্লোলে এসো।
          ছিলে আশার অরূপ বাণী ফাগুনবাতাসে
              বনের    আকুল নিশ্বাসে--
          এবার ফুলের প্রফুল্ল রূপ এসো বুকের 'পরে॥

রাগ : দেশ

তাল : দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ) : ফাল্গুন, ১৩৩২

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1926

রচনাস্থান :

স্বরলিপিকার: 1926

দীপঙ্কর বসু - অন্যান্য নিবেদন