দীপঙ্কর বসু

ও কি এল, ও কি এল না

ও কি এল, ও কি এল না—
বোঝা গেল না,গেল না।
ও কি মায়া কি স্বপনছায়া—ও কি ছলনা।
ধরা কি পড়ে ও রূপেরই ডোরে।
গানেরই তানে কি বাঁধিবে ওরে।
ও-যে চিরবিরহেরই সাধনা।
ওর বাঁশিতে করুন কি সুর লাগে
বিরহমিলনমিলিত রাগে।
সুখে কি দুখে ও পাওয়া না-পাওয়া,
হৃদয়বনে ও উদাসী হাওয়া—
বুঝি শুধু ও পরম কামনা॥
এ কি স্বপ্ন! এ কি মায়া!
এ কি প্রমদা! এ কি প্রমদার ছায়া!

রাগ : ভৈরবী-রামকেলী

তাল : দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ) : ২৬ ফাল্গুন, ১৩৩১

রচনাকাল (খৃষ্টাব্দ) : ১০ মার্চ, ১৯২৫

রচনাস্থান :

স্বরলিপিকার: ১০ মার্চ, ১৯২৫

দীপঙ্কর বসু - অন্যান্য নিবেদন