কণিকা বন্দ্যোপাধ্যায়

বলো সখী, বলো

বলো সখী, বলো তারি নাম
        আমার কানে কানে
যে-নাম বাজে তোমার বীণার
        তানে তানে॥
            বসন্তবাতাসে বনবীথিকায়
                সে-নাম মিলে যাবে,
            বিরহীবিহঙ্গকলগীতিকায়
                সে নাম মদির হবে যে বকুলঘ্রাণে॥
    নাহয় সখীদের মুখে মুখে
সে নাম দোলা খাবে সকৌতুকে।
    পূর্ণিমারাতে একা যবে
        অকারণে মন উতলা হবে
            সে-নাম শুনাইব গানে গানে॥

রাগ : বেহাগ

তাল : দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ) : 1345

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1939

রচনাস্থান :

স্বরলিপিকার: 1939

কণিকা বন্দ্যোপাধ্যায় - অন্যান্য নিবেদন