কণিকা বন্দ্যোপাধ্যায়

হার মানালে গো,

হার মানালে গো, ভাঙিলে অভিমান   হায় হায়।
     ক্ষীণ হাতে জ্বালা   ম্লান দীপের থালা
                   হল খান্‌ খান্‌   হায় হায় ॥
     এবার তবে জ্বালো   আপন তারার আলো,
রঙিন ছায়ার   এই গোধূলি   হোক অবসান   হায় হায় ॥
                   এসো পারের সাথি--
     বইল পথের হাওয়া,   নিবল ঘরের বাতি।
     আজি বিজন ঘাটে,   অন্ধকারের ঘাটে
সব-হারানো নাটে   এনেছি এই গান     হায় হায় ॥

রাগ : ইমন

তাল : কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ) : ২৭ চৈত্র, ১৩৩২

রচনাকাল (খৃষ্টাব্দ) : ১০ এপ্রিল, ১৯২৬

রচনাস্থান : শান্তিনিকেতন

স্বরলিপিকার: ১০ এপ্রিল, ১৯২৬

কণিকা বন্দ্যোপাধ্যায় - অন্যান্য নিবেদন