আমি জেনে শুনে
আমি জেনে শুনে তবু ভুলে আছি, দিবস কাটে বৃথায় হে--
আমি যেতে চাই তব পথপানে, কত বাধা পায় পায় হে ॥
চারি দিকে হেরো ঘিরিছে কারা, শত বাঁধনে জড়ায় হে--
আমি ছাড়াতে চাহি, ছাড়ে না কেন গো ডুবায়ে রাখে মায়ায় হে ॥
দাও ভেঙে দাও এ ভবের সুখ, কাজ নেই এ খেলায় হে।
আমি ভুলে থাকি যত অবোধের মতো বেলা বহে তত যায় হে ॥
হানো তব বাজ হৃদয়গহনে, দুখানল জ্বালো তায় হে--
নয়নের জলে ভাসায়ে আমারে সে জল দাও মুছায়ে হে ॥
শূন্য করে দাও হৃদয় আমার, আসন পাতো সেথায় হে--
তুমি এসো এসো, নাথ হয়ে বোসো, ভুলো না আর আমায় হে
রাগ : কীর্তন
তাল : দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ) : 1291
রচনাকাল (খৃষ্টাব্দ) : 1884
রচনাস্থান :
স্বরলিপিকার: 1884