না রে, না
না রে, না রে, ভয় করব না বিদায়বেদনারে।
আপন সুধা দিয়ে ভরে দেব তারে।
চোখের জলে সে-যে নবীন রবে, ধ্যানের মণিমালায় গাঁথা হবে,
পরব বুকের হারে॥
নয়ন হতে তুমি আসবে প্রাণে, মিলবে তোমার বাণী আমার গানে।
বিরহব্যথায় বিধুর দিনে দুখের আলোয় তোমায় নেব চিনে,
এ মোর সাধনা রে।
রাগ : কীর্তন
তাল : দাদরা-খেমটা
রচনাকাল (বঙ্গাব্দ) : ২৮ মাঘ, ১৩২৯
রচনাকাল (খৃষ্টাব্দ) : ১১ ফেব্রুয়ারি, ১৯২৩
রচনাস্থান : শান্তিনিকেতন
স্বরলিপিকার: ১১ ফেব্রুয়ারি, ১৯২৩