সন্ত্রাসের বিহ্বলতা নিজেরে অপমান
সন্ত্রাসের বিহ্বলতা নিজেরে অপমান।
সংকটের কল্পনাতে হোয়ো না ম্রিয়মাণ।
মুক্ত করো ভয়,
আপনা-মাঝে শক্তি ধরো, নিজেরে করো জয়।
দুর্বলেরে রক্ষা করো, দুর্জনেরে হানো,
নিজেরে দীন নিঃসহায় যেন কভু না জানো।
মুক্ত করো ভয়,
নিজের 'পরে করিতে ভর না রেখো সংশয়।
ধর্ম যবে শঙ্খরবে করিবে আহ্বান
নীরব হয়ে নম্র হয়ে পণ করিয়ো প্রাণ।
মুক্ত করো ভয়,
দুরূহ কাজে নিজেরি দিয়ো কঠিন পরিচয়।
রাগ : ইমনকল্যাণ
তাল : দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ) : ফাল্গুন ১৩৪২
রচনাকাল (খৃষ্টাব্দ) : ফেব্রুয়ারি, ১৯৩৬
রচনাস্থান : শান্তিনিকেতন
স্বরলিপিকার: ফেব্রুয়ারি, ১৯৩৬