রমা মণ্ডল

সে কি ভাবে

সে কি ভাবে গোপন রবে লুকিয়ে হৃদয় কাড়া।
তাহার আসা হাওয়ায় ঢাকা, সে যে সৃষ্টিছাড়া॥
    হিয়ায় হিয়ায় জাগল বাণী,    পাতায় পাতায় কানাকানি--
    'ওই এল যে', 'ওই এল যে' পরান দিল সাড়া॥
এই তো আমার আপ্‌নারই এই ফুল ফোটানোর মাঝে
তারে দেখি নয়ন ভ'রে নানা রঙের সাজে।
    এই-যে পাখির গানে গানে    চরণধ্বনি বয়ে আনে,    
    বিশ্ববীণার তারে তারে এই তো দিল নাড়া॥

রাগ : বাউল

তাল : দাদরা-খেমটা

রচনাকাল (বঙ্গাব্দ) : ২২ মাঘ, ১৩২৯

রচনাকাল (খৃষ্টাব্দ) : ৫ ফেব্রুয়ারি, ১৯২৩

রচনাস্থান : শান্তিনিকেতন

স্বরলিপিকার: ৫ ফেব্রুয়ারি, ১৯২৩

রমা মণ্ডল - অন্যান্য নিবেদন