কিশোর কুমার

ক্লান্তি আমার

                   ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু,
                   পথে যদি পিছিয়ে পড়ি কভু॥
          এই-যে হিয়া থরোথরো   কাঁপে আজি এমনতরো
এই বেদনা ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো প্রভু ॥
                   এই দীনতা ক্ষমা করো প্রভু,
                   পিছন-পানে তাকাই যদি কভু।
          দিনের তাপে রৌদ্রজ্বালায়   শুকায় মালা পূজার থালায়,
সেই ম্লানতা ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো প্রভু ॥

রাগ : ইমনকল্যাণ

তাল : দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ) : ১৬ আশ্বিন, ১৩২১

রচনাকাল (খৃষ্টাব্দ) : ৩ অক্টোবর, ১৯১৪

রচনাস্থান : শান্তিনিকেতন

স্বরলিপিকার: ৩ অক্টোবর, ১৯১৪

কিশোর কুমার - অন্যান্য নিবেদন