বুলবুল ইসলাম, প্রিয়াঙ্কা গোপ

সঘন গহন রাত্রি

     সঘন গহন রাত্রি,     ঝরিছে শ্রাবণধারা--
          অন্ধ বিভাবরী সঙ্গপরশহারা ॥
        চেয়ে থাকি যে শূন্যে   অন্যমনে
     সেথায় বিরহিণীর অশ্রু   হরণ করেছে ওই তারা ॥
অশত্থপল্লবে বৃষ্টি ঝরিয়া   মর্মরশব্দে
     নিশীথের অনিদ্রা দেয় যে ভরিয়া।
          মায়ালোক হতে ছায়াতরণী
              ভাসায় স্বপ্নপারাবারে--
                   নাহি তার কিনারা ॥

রাগ : মিশ্র বাগেশ্রী-মল্লার

তাল : কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ) : 1346

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1939

রচনাস্থান :

স্বরলিপিকার: 1939

বুলবুল ইসলাম, প্রিয়াঙ্কা গোপ - অন্যান্য নিবেদন